গবেষক, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী। জন্ম ১৯৬৭। মার্কিন যুক্তরাষ্ট্রের 'মিনেসোটা স্টেট ইউনিভার্সিটি' থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এবং যুক্তরাজ্যের ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটি থেকে শিক্ষা গবেষণা ও উন্নয়ন বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। বর্তমানে প্রাইভেট সেক্টরে শিক্ষা গবেষণা ও উন্নয়ন বিষয়ে সিনিয়র কারিকুলাম বিশেষজ্ঞ হিসাবে কর্মরত আছেন। বাংলা ভাষায় তাঁর প্রকাশিত গ্রন্থ: ‘রিথিংকিং ইসলাম ইন পোস্টমডার্ন টাইমস’ (২০১৮); ‘রুপালি কলসভরা রুহানি কাব্যজল’ [কাব্যগ্রন্থ] (২০১৯)।

মনোয়ার শামসী সাখাওয়াত