ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজ বিভাগে স্নাতক শেষ করে সরকারী স্কলারশিপে স্নাতকোত্তর পড়তে যান তুরস্কে। তিনি জাসের আওদার 'রিক্লেইমিং দ্যা মস্ক' বইটি অনুবাদ করছেন। এ ছাড়া ইত্তেফাক পত্রিকার 'ধর্মচিন্তা' পাতায় এবং অনলাইনে নিয়মিত অনুবাদ ও লেখালেখি করেন।